সন্তোষ পালঃ
রাজ্য ও জেলাজুড়ে ২০২৩ শিক্ষাবর্ষে আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থী সপ্তাহ উদযাপন পালিত হচ্ছে। আজ বীরভূম জেলার পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সিউড়ি বিদ্যাসাগর ভবন থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় জেলা সর্বশিক্ষা মিশনের ও শিক্ষা বিভাগের উদ্যোগে। জেলাশাসক বিধান রায় এই পদযাত্রার সূচনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক সংসদের সভাপতি ডক্টর প্রলয় লায়েকসহ জেলার শিক্ষা বিভাগের আধিকারিকগণ ও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলিতে ছাত্র-ছাত্রীদের নতুন শিক্ষবর্ষের পুস্তক বিতরণ, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র প্রদান, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এমনটাই দেখা গেল আজ দুবরাজপুর শিক্ষাচক্রের কামালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীকে ফুল, চকলেট এবং কলম তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরব সেন, সহকারী শিক্ষক অনুপম গাঙ্গুলী সহ অন্যান্য শিক্ষকগণ। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সপ্তাহব্যাপী অঙ্কন, বনসৃজন, কুইজ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক কর্মসূচী রয়েছে।