দীপককুমার দাসঃ
সিউড়ির রবীন্দ্রপল্লীতে রবিবার ভুমি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো প্রজাপতি ব্রম্ভকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ। সিউড়িতে দীর্ঘ ১১বছর ধরে চলছে প্রজাপতি ব্রম্ভকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেবাকেন্দ্র। এবার স্থায়ী আশ্রম তৈরির জন্য এদিন এই ভূমিপূজন করে আশ্রমের নির্মানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় মুখ্যালয়ের প্রধান বি কে শেফালী, সিউড়ি সেবাকেন্দ্রের বি কে অনন্যা, বি কে মৌস্তম সহ রাজ্যের বিভিন্ন সেবাকেন্দ্রের সিষ্টাররা ও সিউড়ি সেবাকেন্দ্রের শিক্ষার্থীরা। রাজযোগ মেডিটেশন দ্বারা ঈশ্বরীয় জ্ঞানের আধারে নিজের স্বরূপকে জেনে পরমআত্মাকে স্মরণ করে নিজের জীবনকে সুখী ও আনন্দময় করার লক্ষ্যে কাজ করে চলেছে এই সংস্থা। এই সংস্থার এক সদস্য বি কে মৌস্তম জানান, এই সংস্থার প্রধান কার্য্যালয় রাজস্থানের মাউন্ট আবুতে। এ রাজ্যে প্রায় ১৫টি সেবাকেন্দ্র রয়েছে। সিউড়িতে ১১বছর ধরে এই সেবাসংস্থা কাজ করে চলেছে। এই সেবা সম্পূর্ণ নিঃশুল্ক। রাজযোগের মাধ্যমে জীবনে সুখ, শান্তি, আনন্দ কিভাবে আনা যায় সেই উপদেশ দেওয়া হয়। রাজযোগ কোন জপতপ মন্ত্র বা শারীরিক প্রক্রিয়া নয়। মন ও বুদ্ধির দ্বারা আত্মার সাথে পরমআত্মার মধুর মিলনের সহজ পদ্ধতি। এর দ্বারা পরমআত্মার সর্বশক্তি আত্মার মধ্যে সঞ্চারিত হয় এবং আমাদের মন অসীম প্রেম, শান্তি এবং আনন্দে ভরে ওঠে।