কেন্দুলীর অজয় নদে মকর স্নানের পর অগণিত ভক্ত-পুণ্যার্থীর ঢল রাধামাধবের মন্দিরে

শম্ভুনাথ সেনঃ

শীত আর শিশিরের জলে ভেজা চুবচুবে রাত। কেন্দুলীর বাতাস এখন বাউল সুরে মুখরিত। পৌষ সংক্রান্তির পুণ্যস্নান উপলক্ষে কেন্দুলীর অজয় নদের কূলে বসেছে কবির স্মরণে “জয়দেব মেলা”। গতকালই (১৪ জানুয়ারী) এ মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ঠিক কবে থেকে এ মেলার উৎপত্তি তা বলা বড় কঠিন, তবে এ মেলা বীরভূমের সবচেয়ে বড় এবং প্রাচীন মেলা। বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে আজ ভোর থেকে অজয় নদে অগণিত পুণ্যার্থী মকর স্নান করেন। পরে পুজো দেন রাধামাধবের মন্দিরে। কেন্দুলীতে হাজির হয়েছে দেশ-বিদেশের মানুষ। প্রায় ৯০০ বছর পূর্বের এক কবিকে নিয়ে ঐতিহ্যবাহী একটি মেলা আজও সমান জনপ্রিয়। এ বড় এক আশ্চর্যের ব্যাপার! উৎসাহ আর উদ্দীপনায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এখন জয়দেব মেলায়—–। কবির জন্ম উড়িষ্যায় না বাংলায় তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। কিন্তু বাংলার মানুষের চিরন্তন বিশ্বাস বীরভূমের পুণ্যভূমি “কেন্দুলী” কবি জয়দেবের জন্মভূমি। বৈষ্ণব সংস্কৃতির এক লীলাক্ষেত্র। আর সেই টানেই ছুটে এসেছেন সাধু-সন্ত, আউল-বাউল, সাঁই-দরবেশদের পাশাপাশি সাধারণ সংসারী মানুষজনও! করোনা অতিমারি কাটিয়ে “জয়দেব মেলা” এবার আগের মতোই জমজমাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *