
সন্তোষ পালঃ
পশ্চিমবঙ্গের অন্যতম ও জেলার একমাত্র ফসিল পার্ক হলো ইলামবাজার ব্লকের আমখই উডফসিল পার্ক। ২০০৬ সালে পুকুর খননের সময় এই ফসিলের সন্ধান পাওয়া যায়। তা গবেষণার জন্য পাঠানো হয় উত্তরপ্রদেশে এবং এতে জানা যায় দেঢ় কোটি বছর আগের এই ফসিল বা জীবাশ্ম ।বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহাবশেষ মাটিতে চাপা পড়ে প্রচণ্ড তাপ ও চাপের ফলে প্রস্তরীভূত হয়ে সৃষ্টি হয় জীবাশ্ম। এটি মূলত পাললিক শিলা।আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বাস আমখই গ্রামে। প্রায় ১০ হেক্টর এলাকা জুড়ে রয়েছে এই ফসিল। ২০১৭ সালে ২৪ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফসিল পার্কের উদ্বোধন করেন। এখানে রয়েছে নানান ভেষজ উদ্ভিদ। বিগত দুটি বছর করোনা আবহে পর্যটক আসতে পারেনি। বছর দুই আগে যেপরিমাণে পর্যটক আসতো এখন ভরা মরশুমে সে তুলনায় পর্যটকদের ভীড় তেমন নেই। রাজ্যের প্রথম ও শিক্ষামূলক পর্যটন কেন্দ্রে গাড়ি পার্কিং বা অন্যান্য সুবিধা রয়েছে। তবুও রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাব পর্যটনদের টানতে ব্যর্থ হচ্ছে। এখানকার ভেষজ গাছগুলি হারিয়েছে কৌলিন্য, নেই সংস্কারের বালাই। তাই হয়তো জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রে ভীড় উপচে পড়লেও রাজ্যের অন্য আঙ্গিকের পর্যটন কেন্দ্র হয়েও যেন পিছিয়ে পড়েছে পর্যটকদের আকর্ষিত করতে।
