সরস্বতী পুজোতে অজয়পুর স্কুলের থিম-চিপকো আন্দোলন

দীপককুমার দাসঃ

প্রতিবছর নানা ধরণের থিমের প্রতিমা তৈরি করে নজর কেড়েছে সিউড়ি এক নম্বর ব্লকের অজয়পুর হাইস্কুল। এবার এই স্কুলের থিম ভাবনা ভারতের প্রথম পরিবেশ বাঁচানোর আন্দোলন- চিপকো আন্দোলন। স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক তথা বিশিষ্ট সর্পবিদ দীনবন্ধু বিশ্বাসের ভাবনায় এই প্রতিমা তৈরি করা হয়েছে। প্রায় দুই মাস ধরে দীনবন্ধু বাবু নিজে কিছু ছাত্রদের নিয়ে প্রতিমা নির্মাণ করেছেন। প্রায় তিনশো বছর আগে ভারতের রাজস্থানে গাছ বাঁচানোর আন্দোলনে বহু মানুষকে হত্যা করা হয়। মেবারের রাণা অভয় সিং এর প্রাসাদ নির্মাণ এর জন্য নির্বিচারে গাছ কাটা শুরু হলে এলাকার ৮৪টি গ্রামের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ বাধা দেন। তারা গাছ বাঁচাতে গাছকে জড়িয়ে ধরেন। রাজার সৈন্যরা ৩৬৩জন আন্দোলনকারীকে কুপিয়ে হত্যা করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন অমৃতা দেবী বিষ্ণোই। সেই আন্দোলনের দৃশ্য তুলে ধরা হয়েছে এবারের প্রতিমা সজ্জায়। একটি গাছকে বাঁচানোর জন্য রাজস্থানী মহিলারা ঘিরে রয়েছেন। কাটা গাছের গুঁড়ির উপর সরস্বতীর বাহন হাঁস বসে আছে। এখানে দেবী সরস্বতী বীনাবাদনরতা নন, তিনি বধ করছেন যারা আন্দোলনকারীদের কুপিয়ে হত্যা করেছেন তাদের। সরস্বতীর পদতলে দেখা যাচ্ছে “চল গাছ লাগাই” ব্যানারের দুদিকে ছাত্র ছাত্রীদের। অসাধারণ এই প্রতিমা বাইরের কোনো মৃৎশিল্পী নয়, তৈরি করেছেন শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ও স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র বাপ্পা সাহা, অভিজিৎ সাহা, পাপ্পু ধীবর, অরিজিৎ পাল, নবম শ্রেণীর ছাত্র শিবু ধীবর, শঙ্খজিৎ সাহা, অষ্টম শ্রেণীর সিদ্ধার্থ মাহারা ও প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ ধীবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *