সন্তোষ পালঃ
যে পড়ুয়া শেষ বেঞ্চে বসে কিন্তু ভালো গান বা আবৃত্তি করে, কেউ বা ভালো খেলোয়াড় এমন সব প্রতিভার অভাব নেই গ্রাম বাংলায়।তাই শান্তিনিকেতন এ্যাকাডেমির উদ্যোগে এবং দুবরাজপুর শিল্প প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আজ প্রতিভার সন্ধানে বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের ছাত্রদের সঙ্গীতের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এলাকার বিভিন্ন কলাকুশলী এইরূপ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করেন। শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপ্যাল ইনচার্জ মোহিত চার, শিক্ষক রাহুল মুখার্জি, অরুণ পাল, আলেফা খাতুনসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। মোহিত চার জানান কলেজের বাৎসরিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, ড্রয়িং, নৃত্য প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতার মধ্য দিয়েই প্রতিভার সন্ধান করা হবে।