শম্ভুনাথ সেনঃ
তারাপীঠের মা তারাকে পুজো দিতে দাবী মতো ২০০০ টাকা দিতে অস্বীকার করার অপরাধে মহিলা পুর্ন্যার্থীদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তারাপীঠের সেবাইতদের বিরুদ্ধে। আজ ১২ ফেব্রুয়ারি সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কয়েকজন মহিলা পুর্ন্যার্থী । সেই সময় মন্দিরে ঢুকতে গেলে তাদের জন প্রতি ২০০০ টাকা করে দাবী করেন সেবাইতরা। মহিলারা সেই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ সেই সময় ওই মহিলা পুর্ন্যার্থীদের উপর চড়াও হয় সেবাইত ও তাদের লোকজনেরা। অভিযোগ বাঁশ ও লাঠি দিয়ে মহিলাদের মারধর করা হয়। আক্রান্ত মহিলাদের মধ্যে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যা মঞ্জু মোহান্তি। দুদিন ধরে তারাপীঠে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্মেলন চলছে। আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান সম্মেলন আসা বেশ কয়েকজন প্রতিনিধি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় মহিলা মোর্চার রাজ্যে সভানেত্রী তনুজা চক্রবর্তী। তারা সেখানে প্রতিবাদ জানান।