সেখ রিয়াজুদ্দিনঃ
সোমবার খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথীস দাস স্থানীয় খয়রাসোল গ্রাম পঞ্চায়েত কে দুটি টোটো গাড়ি প্রদান করেন।জানা যায় খয়রাশোল পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি পচনশীল ও অপচরণশীল বর্জ্য পদার্থ সংগ্রহের কাজে ব্যবহৃত হবে টোটো গাড়ি দুটি।খয়রাসোল পঞ্চায়েতের ভাগাবাঁধ এলাকায় যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট রয়েছে সেখানেই বর্জ্য পদার্থ গুলি নিয়ে যাওয়া হবে। সোমবার খয়রাশোল ব্লক অফিস প্রাঙ্গনে বিডিও, জয়েন্ট ভিডিও সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে টোটো গাড়ি দুটির চাবি গ্রহণ করেন খয়রাসোল গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ। তিনি একান্ত সাক্ষাৎকারে জানান জেলার মাধ্যমে এবং খয়রাশোল পঞ্চায়েত সমিতি ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছ থেকে যে দুটি টোটো গাড়ি পাওয়া গেছে সেগুলো মূলত পচনশীল এবং অপ্রচনশীল বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করার জন্য। সেটা আপাতত খয়রাসোল এবং লাউবেড়িয়া গ্রামের মধ্য দিয়ে কাজ শুরু করা হবে।