সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু এবং নির্বিঘ্নেই শেষ হয়েছে। ছাত্র ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ভীড় ছিল লক্ষনীয়। সরকারি বেসরকারি এবং রাজনৈতিক দলগত ভাবে ও পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদানের চিত্র দেখা যায় জেলা জুড়ে। এদিন বিদ্যালয়ে প্রবেশের আগে জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল এবং কলম দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। অনুরূপ সদাইপুর থানার ব্যবস্থাপনায় বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম এবং জলের বোতল তুলে দেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা। একইভাবে চিনপাই উচ্চ বিদ্যালয়েও সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়। অপরদিকে লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় নাকড়াকোন্দা ও লোকপুর উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এএসআই আব্দুস সামাদ, এএসআই রামপ্রসাদ মন্ডল, সমাজসেবী কাঞ্চন দে সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারবৃন্দ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সমস্ত কেন্দ্র গুলিতে। এছাড়া অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের বাইরে থাকার নির্দেশিকা জারি করা হয় থানার পক্ষ থেকে। রাজনৈতিক দলের উদ্যোগে পৃথক পৃথক ভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে ও পরীক্ষার্থীদের কলম, জলের বোতল ও শুভেচ্ছা জ্ঞাপনের খবর পাওয়া গেছে।