দীপককুমার দাসঃ
রবিবার সকালে সিউড়ি রক্ষাকালীতলায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে জনতা পুলিশ খন্ডযুদ্ধ বেঁধে যায় সিউড়ির রক্ষাকালীতলায়। মৃত ঐ যুবকের নাম তন্ময় দাস ওরফে সন্তু(২৭) পরিবারের দাবি অনলাইনে জুয়োর সঙ্গে যুক্ত এই অভিযোগে পুলিশ বারবার টাকার দাবি করছিল। মৃত যুবকের বাবা প্রদীপ দাস বলেন, পুলিশ বারবার ওকে টাকার জন্য চাপ দিচ্ছিল। টাকা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে গেল। পুলিশের বিরুদ্ধে টাকার জন্য চাপের ফলে ঐ যুবক নিজের ঘরে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হয়েছে এই অভিযোগে সকালে রক্ষাকালীতলায় রাস্তা অবরোধ শুরু করে মৃত যুবকের পরিবার পরিজনরা। পুলিশ অবরোধ তুলতে এলে শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইঁট, পাথর বৃষ্টি। ইঁটের আঘাতে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কমব্যাট ফোর্স, মহিলা কমব্যাট ফোর্সও। এরপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশের অভিযোগ মুরগীর মাংসের দোকানের আড়ালে চলছিল অনলাইন জুয়ো। এই জুয়োর কারবার চালানোর জন্য তন্ময় দাসের নামে অভিযোগ দায়ের হয়। জানা গেছে সিউড়ির একটি বেসরকারি ইঞ্জনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তন্ময় দাস লকডাউনের সময় সিউড়িতে মুরগীর মাংস বিক্রি শুরু করে। অনলাইন জুয়োর কারবারেও যুক্ত ছিল বলে পুলিশের দাবি। সেই অভিযোগের তদন্ত চলাকালীন আত্মঘাতী হয়েছে ঐ যুবক। অপরদিকে মৃত যুবকের কাছ থেকে পুলিশ টাকা তুলেছে। আরো টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে দিয়ে এর ফলে ঐ যুবক আত্মঘাতী হয়েছে এমন অভিযোগ মৃতের পরিবারের। মৃত যুবক বিবাহিত ছিল ও তার এক সন্তান রয়েছে।