ঊরষ উপলক্ষে সম্প্রীতির মেলা খুষ্টিগিরীতে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার পারুই থানার খুষ্টিগিরী গ্রামে বিরাজমান সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানী (রহঃ)। উনার ঊরষ মোবারক ঘিরে জমজমাট এক সম্প্রীতিময় মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর ১১ ফাল্গুন। জেলার উজ্জ্বল সম্প্রীতি ক্ষেত্র খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এর এবছর ৪৭৬ তম ঊরষ মোবারকের শুভ উদ্বোধন হয় গত ২৪ ফেব্রুয়ারি। এদিন শুভ্র নিশান উত্তোলন করা হয় বিশ্বশান্তি কামনায়। জানা যায় সুফি সাধকের জন্ম ৮৫৪ বঙ্গাব্দে। তিনি আজমীর শরিফে সুপ্রসিদ্ধ পীর সুফি খাজা মইনুদ্দিন চিশতি(রহঃ)র মুরিদ ছিলেন। সুফি মতাদর্শ প্রচারে বীরভূমের তৎকালীন সেনভূম পরগনার গভীর জঙ্গলে উপনীত হন এবং গুরুর নির্দেশ অনুযায়ী সেখানে আশ্রম গড়েন। সুফি সাধকের বহু অলৌকিক ঘটনার কথা এলাকায় জন মানুষের মধ্যে শোনা যায়। ৯৪৩ বঙ্গাব্দের ১১ ফাল্গুন তিনি পরলোক গমন করেন। সেই স্মরণে প্রতি বছর ১১ থেকে ১৫ ফাল্গুন তাঁর পবিত্র সমাধি প্রাঙ্গনে তথা মাজার শরীফে বার্ষিক স্মৃতি উৎসব ঊরষ মহাসমারোহে অনুষ্ঠিত হয়। অনুরূপ এবছর ও ১১ ফাল্গুন তথা ২৪ ফেব্রুয়ারি শুভারম্ভ হয়ে ২৮ ফেব্রুয়ারি সমাপ্ত হয়। ঊরষ হচ্ছে মিলন বা আনন্দ উৎসব। কোন মহামানবের তিরোধান দুঃখের নয়, বরং আনন্দের। কেননা ইহ জগত ত্যাগ করে তাঁরা পরম শান্তি লাভ করেন। সেই ঊরষ উপলক্ষে পাঁচ দিন জুড়ে চলে মেলা সহ বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা। উক্ত ঊরষ মোবারকের কর্মসূচি সহ বিস্তারিত ব্যখ্যা করেন খুষ্টিগিরী দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন সৈয়দ শাহ মহম্মদ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *