বীরভূমের শান্তিনিকেতন “পঞ্চবন আর্ট রিসর্টের” নয়া ভাবনা

শম্ভুনাথ সেনঃ

“নাটক, কবিতা, গান, সংস্কৃতি, শিল্পকলার মাধ্যমে নবজাগরণ আসবে”— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাবনা ভেবেছিলেন সেই কবেই! কবির এই ভাবনার ধারক ও বাহক হিসাবে তৃতীয় ধারার নাটককে আরও জনপ্রিয় করার অভিনব উদ্যোগ নিয়েছে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের “পঞ্চবন আর্ট রিসর্ট”। যখন বাঙালির ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি, লোকাচার পাশ্চাত্যের যাঁতাকলে মিশ্র, তখন সেই পুরোনো ঐতিহ্য, সংস্কৃতিকে বাঙালি সভ্যতার বাহক করতে লাগাতার নাট্যচর্চায় ব্রতী হয়েছে শান্তিনিকেতনের এই আর্ট রিসর্ট। এখনও পর্যন্ত একটানা ৩৩ টি তৃতীয় ধারার নাটক করেছেন তারা ৷ গত ২৫ ডিসেম্বর বড়দিন থেকে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিভিন্ন নাট্যগোষ্ঠীর নাটকগুলি পরিবেশিত হয়৷ তাদের সংকল্প এভাবেই আগামী ১ লা বৈশাখ পর্যন্ত ‘খাপছাড়া মঞ্চে’ এই নাটকের ধারা অব্যাহত থাকবে। বোলপুর-শান্তিনিকেতন ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রাপ্ত থেকে কলাকুশলী, নাট্যকারেরা অংশ নেন এখানে৷এছাড়াও মঞ্চকে সমৃদ্ধ করেছেন ওপার বাংলা থেকে আসা শিল্পীরাও৷ উল্লেখযোগ্য বিষয় হল, যে কেউ এখানে এসে কবিতা পাঠ, গান, নাটক, শ্রতিনাটক, নৃত্যচর্চা করতে পারবেন৷ তারজন্য অবাধ দ্বার খোলা রয়েছে এখানে। আর্ট রিসর্ট কর্তৃপক্ষের মত, নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ ক’রে বহু দেশে বহু সময় বিপ্লব এসেছে। আসলে তৃতীয় ধারার নাটক দিন বদলের কথা বলে। মৌলবাদ নয়, চায় মৌলিকতা। তাই পঞ্চবন আর্ট রিসর্ট তৃতীয় ধারার নাটকের প্রসার ও প্রচারের এমন উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *