বীরভূমের বগটুই গণহত্যার বছরপূর্তি আগামীকাল, শহিদবেদী তৈরি নিয়ে প্রতিযোগিতা বিজেপি-তৃণমূলের

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাটে বগটুই গণহত্যা কাণ্ডের আগামীকাল ২১ মার্চ বছরপূর্তি। যাকে ঘিরে শুরু হয়েছে দলীয় রাজনৈতিক প্রতিযোগিতা। শহিদবেদী নির্মাণ নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহীদদের স্মরণে আগামীকাল বিকেলে বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে আগেই গ্রামেরই মিহিলাল শেখের বাড়ির সামনে শহিদবেদি তৈরি হয়েছে। গতকাল ১৯ মার্চ বিকেল থেকে পাশাপাশি আরও একটি শহিদবেদী নির্মাণের কাজ শুরু করে তৃণমূল। বিজেপির তৈরি শহিদবেদী নির্মাণের বিষয়টি মিহিলাল স্বীকার করলেও, তৃণমূলের হঠাৎ শহিদবেদী তৈরী করা নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি জানান, “এতদিনে কেন মনে পড়ল তৃণমূলের?” যদিও তিনি আর কোনো রাজনৈতিক দলে নেই বলে স্বীকার করেন।

উল্লেখ্য, ”গত বছর ২১ মার্চ রাত ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু সেখ। নিমেষেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা প্রতিশোধ নিতে বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোট ১০ জন। সেই ঘটনার বছর পূর্তিতে শহীদ স্মরণে বীরভূমের বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নামাঙ্কিত শহিদবেদীতে মাল্যদান করবেন তিনি। তবে তৃণমূলের নির্মিত শহীদবেদীতে মাল্যদান করতে কোনো নেতা আসবেন কি-না তা জানা যায়নি। এদিকে শহীদবেদী নির্মাণ না করলেও ২১ মার্চ বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে একটি মৌন মিছিল এলাকা পরিক্রমা করবে বলে আগেই জানিয়েছেন সিপিআইএমের জেলা নেতা সঞ্জীব বর্মন। সেই মৌনমিছিলে যোগ দেবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *