দীপককুমার দাসঃ
কৃষিকাজে ব্যবহারের জন্য সোমবার মহঃ বাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহঃ বাজার ব্লকের ১২টি অঞ্চলের কৃষকদের ব্যাটারীচালিত স্প্রে মেশিন দেওয়া হলো। জেলা কৃষি দফতরের পক্ষ থেকে এই স্প্রে মেশিন গুলি এদিন পঞ্চায়েত সমিতির মাধ্যমে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। ডেউচা পঞ্চায়েতের বাগলপুর থেকে মহঃ বাজার পঞ্চায়েত সমিতিতে এসেছিলেন বুদ্ধদেব মন্ডল।ব্যাটারীচালিত স্প্রে মেশিন পেয়ে খুব খুশি তিনি। তিনি বলেন, এই স্প্রে মেশিন চাষের কাজে ও কীটনাশক স্প্রে করতে খুব কাজে লাগবে। মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা বলেন, জেলা কৃষি দফতর মহঃ বাজার পঞ্চায়েত সমিতিকে কৃষকদের দেবার জন্য ১৮টি স্প্রে মেশিন দেয়। আজ, ২০ মার্চ মহঃ বাজার ব্লকের প্রতিটি অঞ্চলের একজন করে কৃষকের হাতে এই ব্যাটারীচালিত স্প্রে মেশিন তুলে দেওয়া হলো। এই স্প্রে মেশিন ধান, গম, সরিষা চাষে খুব কাজে লাগবে।