বীরভূমের মুরারই সন্নিহিত বাঁশলৈ নদীর চরে মিলছে স্বর্ণমুদ্রা, ক’দিন ধরেই বহু মানুষের ভিড়: খবর চাউর হতেই জেলা পুলিশের নজরদারি

শম্ভুনাথ সেনঃ

অস্থায়ী ক্যাম্প করে পুলিশি পাহারা

বীরভূমের মুরারই ১ নং ব্লকের বাঁশলৈ নদীতে স্বর্ণমুদ্রার খোঁজে কদিন ধরেই নদীগর্ভে এলাকার মানুষের ভিড়। অনেকেই স্বর্ণমুদ্রা পেয়েছেন বলে জানা গেছে। এই খবর চাউর হতেই পুলিশ প্রশাসন লাল পতাকা পুঁতে এলাকাটি ঘিরে রাখে। দুদিন আগেই মাটির নমুনা সংগ্রহ করে রাঢ়বঙ্গের দায়িত্বে থাকা মাইনিং কমিটির একটি দল। এছাড়া রাজ্যের পুরাতত্ত্ব বিভাগকে এই সমীক্ষা চালানোর জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। স্থানীয় বিডিও প্রণব চট্টরাজ জানিয়েছেন স্বর্ণমুদ্রা উদ্ধারের কথা। স্থানীয় থানায় কিছু মুদ্রা জমা পড়েছে বলে তিনি জানান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের ছাত্র বিধান হালদার, বীরভূমের কবি নজরুল কলেজের আঞ্চলিক ইতিহাস গবেষক, অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিংহ, ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিক অজয় প্রসাদ এলাকা ঘুরে গেছেন। উল্লেখ্য, এই বাঁশলৈ নদীতে বালি খুড়লেই মাটিতে মিশে থাকা সোনার মুদ্রা বা সোনার টিকলি খুঁজে পায় স্থানীয় পারকান্দি, পিওরপাড়া, কামদেবনালা গ্রামের গ্রামবাসীরা। তিনদিন ধরে আশেপাশে গ্রামবাসীরা বালির চরে সোনা খোঁজে। এই খবরে জেলা পুলিশের পক্ষ থেকে লাল পতাকা পুঁতে পুলিশের অস্থায়ী ক্যাম্প করে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

ছবি ও ভিডিও: দীপু মিঞা, মুরারই, বীরভুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *