বিশ্ব জলদিবস পালন দুবরাজপুরে

সন্তোষ পালঃ

ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার বা ডিআর সিএসসি সংস্থার উদ্যোগে আজ দুবরাজপুর কমিউনিটি হলে পালিত হল বিশ্ব জল দিবস। অন্ধ শিল্পী পূজা মাহাতার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, যুগ্ম বিডিও বীর শোহেল শেখওয়াত হোসেনসহ ব্লকের অন্যান্য দপ্তরের আধিকারিগণ। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন জারিফ হোসেন খান, প্রশান্ত দাস, মিলি দত্ত, আস্তিক গড়াইসহ দুবরাজপুর ব্লকের পারুলিয়া, চিনপাই, এল এন পুর ও গোহালিয়ারা পঞ্চায়েতের বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যরা। এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয়। স্লোগান ও লিফলেট বিলি করে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিডিও রাজা আদক বলেন জল সংরক্ষণ জরুরী, জল অপচয় বন্ধ করতে হবে পাশাপাশি সরকারি নানা প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে তিনি অবগত করান উপস্থিত সদস্য সদস্যদের। কথায়, কবিতায়, সঙ্গীতে, আদিবাসী নৃত্যে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। ডিআরসিএসসির প্রকল্পের ম্যানেজার সুপ্রিয় ব্যানার্জি বলেন জলবায়ু পরিবর্তনের সাথে টেকসই প্রকল্প নানান ধরনের কাজ করে আসছে তারই একটি হলো বিশ্ব জল দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *