দীপককুমার দাসঃ
মঙ্গলবার সারা রাজ্যে পথশ্রী প্রকল্পে ১২হাজার কিমি রাস্তা নির্মাণ ও সংস্কারের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের অঙ্গ হিসেবে মহঃ বাজার ব্লকে ২৩টি রাস্তার সূচনা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় সিঙ্গুরে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই পথশ্রী প্রকল্পে রাজ্যের ৩২০০ অঞ্চলে প্রায় ১২ হাজার কিমি রাস্তায় সূচনা করেন। দুপুর একটায় মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া কাঁঠালতলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে কাঁঠালতলা থেকে ষষ্ঠীতলা পর্যন্ত ২.১৫কিমি রাস্তার সূচনা করেন। এই রাস্তাটির সংস্কারের ব্যয় ধরা হয়েছে ১৫লক্ষ ১৫হাজার ৫৮৮টাকা। ফিতে কেটে এই রাস্তা নির্মাণের সূচনা করেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মহঃ বাজার পঞ্চায়েত প্রধান ঊমা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ব্লক সভাপতি তাপস সিনহা, মহঃ বাজার অঞ্চল তৃণমূল সভাপতি দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অলোক ভট্টাচার্য, ভ্রমর বন্দ্যোপাধ্যায়, যুবনেতা পারিজাত সেনগুপ্ত প্রমুখ। এছাড়া এদিন আঙারগড়িয়া অঞ্চলে কবিলপুর শিবমন্দির থেকে সামু মার্ডির বাড়ি পর্ষন্ত আরো একটি রাস্তার সূচনা করেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা। এছাড়া ভার্চুয়ালি বাকি ২১টি রাস্তার সূচনা করেন বিধায়ক। উল্লেখ্য ২০২০সালের ১ অক্টোবর উত্তরবঙ্গ থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পথশ্রী প্রকল্পে নির্মাণ ও সংস্কারের জন্য ৭০০০ রাস্তা চিহ্নিত করা হয়েছে। এদিন মহঃ বাজার ব্লকে পথশ্রী প্রকল্পের সূচনায় এসে বিধায়ক নীলাবতী সাহা বলেন, পথশ্রী প্রকল্পে রাজ্যের ৩২০০ অঞ্চলে ১২০০০ কিমি রাস্তা নির্মাণের সূচনা করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তারই অঙ্গ হিসেবে খড়িয়া কাঁঠালতলার এই অনুষ্ঠান থেকে মহঃ বাজার ব্লকের ২৩টি রাস্তার ভার্চুয়ালি সূচনা করা হলো। তিনি আরও বলেন, রাজ্য নিজের টাকায় এই গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করতে চলেছে।