দীপককুমার দাসঃ
সিউড়িতে সাড়ম্বরে পালিত হলো রামনবমী। সিউড়ির চৈতালী মোড়ের সংকটমোচন মন্দিরে ও এবার এদিন রামনবমী তিথিতে হনুমানজীর পূজো উপলক্ষ্যে বহু মানুষ ভিড় করেন। মন্দির সাজানো হয়েছে সুন্দর ভাবে ফুলের মালা দিয়ে। মন্দিরে এবার বিশাল মাপের দেবাদিদেব শিবের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকা।উদ্যোক্তারা জানান, বৃহস্পতিবার শোভাযাত্রা সহকারে ঘট আনয়ন, পূজাচর্ণা, বৈদিক হোমযঞ্জের আয়োজন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বেনারসের পন্ডিত কর্তৃক বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। রবিবার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। এই সংকট মোচন মন্দির ছাড়াও এক এর পল্লী মোড়, সিউড়ি সুভাষপল্লী বজরঙ্গবলী মন্দির, সাজানো পল্লী, নতুন পল্লী সহ বিভিন্ন এলাকায় এদিন রামনবমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়।