তীর্থকুমার পৈতণ্ডীঃ
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক হনুমানের। এলাকায় শোকের ছায়া। হচ্ছে হনুমান মন্দির। ৩০ মার্চ রামনবমীর দিন একটি হনুমান মহঃবাজার থানার বৈদ্যনাথপুর গ্রামে চলে আসে। হঠাতই হনুমানটি ঢুকে পড়ে একটি ঘরে। বসে পড়ে তুলসী মন্দিরে। সেখানে তখন রামনবমীর পুজো চলছে। কিছুক্ষণ বসে থাকার পর হঠাতই হনুমানটি পুরোহিত মশাই-এর পাদুটি জড়িয়ে ধরে। পুরোহিত মশাই তার মাথায় হাত বুলিয়ে দেন। বিদায় নিয়ে হনুমানটি চলে যায় অন্য ঘরে। সেখানে পুজোর আসনে বসে থাকা সেই পুরোহিত মশাই-এর কোমর জড়িয়ে ধরে এক মনে পুজো শুনতে থাকে। এক সময় পুরোহিতের দেওয়া লাড্ডু নিয়ে উধাও হয়ে যায়। পরের দিন হনুমানটিকে দেখতে পাওয়া যায় বৈদ্যনাথপুর থেকে কিছুদূরে ঝাড়খণ্ড সীমান্তে পাটজোড় গ্রামের কাছে। হঠাতই সে এক চলন্ত বাইকের সামনে উঠে পড়ে। চালক ভয় পেয়ে তাকে ঠেলে ফেলে দেয় এবং সামনের চাকায় পড়ে তার মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ছুটে আসে গ্রামের মানুষ। তারা মৃতদেহ নিয়ে সংকীর্ত্তন সহযোগে গ্রাম পরিক্রমা করে। তারপর সমাহিত করা হয় নির্নিয়মান হনুমান মন্দিরে। সারা রাত্রি নামগান চলে। ভক্তদের দানে ভরে উঠে ভিক্ষাপাত্র। আগামী এক বছরের মধ্যে হনুমান মন্দির গড়ে তোলার সংকল্প নেওয়া হয়। এ ভাবেই এক সময় কদমহীড়, নতুনডিহি, চরিচা গ্রামে সমাধি মন্দির তৈরী হয়েছে। আগামীতে পাথরা, সুখজোড়া গ্রামেও গড়ে উঠছে হনুমান মন্দির।