সেখ রিয়াজুদ্দিনঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বাম ছাত্র-যুব সংগঠন।সোমবার মল্লারপুরে বাহিনা মোড় থেকে সুসজ্জিত মিছিল মল্লারপুর রেলগেট, বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছাত্র যুবদের মিছিল থেকে আওয়াজ তোলে যে, রুখে দাও সম্প্রদায়িকতা রক্ষা করো সম্প্রীতির অটুট বন্ধন। রক্ষা করো সংবিধানের ধর্মনিরপেক্ষ মহান আদর্শ। স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। রাজ্যের শিক্ষক কর্মচারীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর কূরূচিপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানানো হয় মিছিল থেকে। সংগঠনের পক্ষ থেকে দাবি যে, সাম্প্রতিক কালে রামনবমী উপলক্ষ্যে তৃণমূল, বিজেপি ও আর এস এস প্রত্যক্ষভাবে উগ্র সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষা, দেশে বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারের চরমতম স্বৈরাচারি পদক্ষেপের বিরুদ্ধে। ডিএ আন্দোলনকারী সরকারি কর্মচারী ও শিক্ষকদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং ছাত্র যুবদের শান্তিপূর্ণ ডিএম অফিস অভিযানে অংশগ্রহণকারী কর্মী নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতেই ছাত্র-যুব, বাম ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের মহামিছিল অনুষ্ঠিত হয় বলে সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই জেলা সভাপতি তাপস বাগ্দী, অরূপ বাগ, প্রাক্তন বিধায়ক ধীরেন লেট প্রমুখ নেতৃত্ব।