
সেখ রিয়াজুদ্দিনঃ
কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জাতীয় কংগ্রেস জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে। নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই সেই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। কর্নাটকে কংগ্রেসের জয়লাভের পরিপ্রেক্ষিতে রাজ্যের কংগ্রেস নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে। শনিবার সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন স্থানে শুরু হয়ে যায় সবুজ আবীর খেলা, মিষ্টি মুখ করানো সেইসাথে চলে বিজয় মিছিল। জাতীয় কংগ্রেসের সাথে সিপিআইএম দলের কর্মীরাও বিজয় মিছিলে যোগদান করে এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের অটুট বার্তা ছড়িয়ে দেয় এদিনের বিজয় মিছিল থেকে। বীরভূমের রাজনগর, সিউড়ি, মুরারই, নলহাটি সহ জেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিলের চিত্র দেখা যায়। অনুরূপ রাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয়ে স্থানীয় রাজনগর বাসস্ট্যান্ড, বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস, জেলা কমিটির সদস্য শেখ সরীদ, অঞ্চল সভাপতি বিবেক বাউরি, অঞ্চল সম্পাদক মহ সালেম, যুব সভাপতি শেখ নাসিম প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে রাজনগর ব্লক কংগ্রেসের সভাপতি বুদ্ধদেব দাস কর্নাটক বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয়ের পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল বলে জানান। সিউড়ি শহরে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মুর্শেদ রেজা পিটু, চঞ্চল চ্যাটার্জী, অসীম ব্যানার্জী। নলহাটি এলাকায় উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ, আসিফ ইকবাল প্রমুখ নেতৃত্ব।