ভ্রাম্যমাণ বাসে সন্ধ্যা কালীন রক্তদান শিবির, তাঁতিপাড়ায়

সেখ রিয়াজুদ্দিনঃ

১৩ মে শনিবার রাজনগর ব্লকের তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির উদ্যোগে এই প্রথমবার শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে সন্ধ্যা কালীন রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। জেলার ব্লাড ব্যাংক গুলিতে দেখা দিয়েছে রক্তের ঘাটতি। বিশেষ করে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যে খোদ বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন। পাশাপাশি জেলা পুলিশের কাছেও থানায় থানায় রক্তদান শিবির করানোর আহ্বান জানাতে পুলিশ প্রশাসনের সাথে একপ্রস্থ আলোচনাও সারেন।সেইসাথে রক্তদান আন্দোলনের কর্মীদের মধ্যেও উৎসাহ প্রদান করতে তৃনমূল স্তরের রক্তদান শিবিরে গিয়ে হাজির হতে দেখা যায়।অনুরূপ এদিন তাঁতিপাড়া সন্ধ্যা কালীন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি। এছাড়াও ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, সহ সম্পাদক প্রিয়নীল পাল, রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির সম্পাদক জগন্নাথ দাস বৈষ্ণব এবং সভাপতি সূর্য শেখর পাল এক সাক্ষাৎকারে বলেন জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূরীকরণের লক্ষ্যে সংগঠনের এক ক্ষুদ্র প্রয়াশ।রক্তদান করার লক্ষ্যে সকল স্তরের মানুষজন এবং সংগঠনগত ভাবে যেন এগিয়ে আসে তারও প্রচার কর্মসূচি চালানো হয়। এদিন শিবিরে ৩৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন দয়াময় সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *