বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রক্তদান উৎসব রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

“একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন”–হ্যাঁ, এই স্লোগানকে সামনে রেখে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার রামপুরহাট গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান উৎসব। যে উৎসবকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য এই রক্তদান উৎসবকে সফল রূপ দেওয়ার জন্য খোদ বিধায়ক সঙ্গী সাথীদের নিয়ে প্রখর রৌদ্র মাথায় নিয়ে রামপুরহাট শহরের বিভিন্ন এলাকাজুড়ে প্রচার অভিযানে বেরিয়ে পড়েছিলেন। আজকের রক্তদান শিবিরে প্রায় ৬০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিধায়কের বক্তব্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালেও রক্তের সংকট দেখা দিয়েছে। যার প্রেক্ষিতে রক্তের সংকট দূরীকরণে এই উদ্যোগ। আশা করছি এই উদ্যোগটা বা শিবিরটা যেন নিয়মিত ভাবে চালানো যায় তাহলে অনেকটাই রক্তের যোগান দেওয়া সম্ভব হবে। সেই প্রত্যাশা রয়েছে আমাদের। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে মেমেন্টো ও গাছের চারা তুলে দেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর আশিষ ব্যানার্জী, সমাজসেবী সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *