বৃক্ষরোপণ-এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালনের বার্তা

দীপকককুমার দাসঃ

৪ জুন রবিবার বিকেলে সিউড়িতে বাগানপ্রেমীদের সংগঠন গার্ডেনিং অ্যান্ড মোর বীরভূম গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পদযাত্রা বের করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে মানুষকে পরিবেশ সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়। সিউড়ির আম্বেদকর উদ্যানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা ও সমাজসেবী ছবিলা খাতুন। মরু বিজয়ের কেতন ওড়াও গানের সঙ্গে নৃত্য করতে করতে শোভাযাত্রা সহকারে বৃক্ষরোপনের জায়গায় তিনটি চারা আনা হয়। বকুল গাছ ও হলুদ কাঞ্চন রোপণ করেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা ও সমাজসেবী ছবিলা খাতুন। আর একটি বৃক্ষরোপণ করে খুদে চারটি শিশু। নতুন প্রজন্মকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ বলে জানান সংস্হার এডমিন কেয়া দেবনাথ। অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা জানান, দূষণ এখন জলে, স্হলে, অন্তরীক্ষে। এই দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে পারে গাছ। শুধু অরণ্য সপ্তাহকে সামনে রেখে নয়, সারাবছর গাছ লাগাতে হবে এবং তাকে বাঁচিয়ে রাখতে হবে। বৃক্ষরোপণ এর পর রবীন্দ্র সংগীত গাইতে গাইতে ও পরিবেশ সচেতনতার আবেদন রেখে আম্বদকর উদ্যান থেকে একটি পদযাত্রা বের করা হয়। প্ল্যাষ্টিক বর্জন, জল, বায়ু, মাটি বাঁচানোর বার্তা দিতে বিভিন্ন ধরনের পোষ্টার নিয়ে এই র্যালি বের করা হয়। পদযাত্রায় অংশ নেন বিশিষ্ট ব্যাক্তিরা।পদযাত্রা শেষে সকলকে একটি করে গাছের চারা দেওয়া হয়। গার্ডেনিং অ্যান্ড মোর বীরভূম এর পক্ষে দেবজ্যোতি রায় ও পূর্বা সিনহা ব্যানার্জী বলেন, পরিবেশকে সবুজ করতে মাঝে মধ্যেই গাছ আদান-প্রদান করা হয়। আর আজ সকলকে গাছ ও পরিবেশ বাঁচানোর জন্য বার্তা দেওয়া হলো। বিবেক ঘোষ ও মহঃ মীরাজ জানান, জেলার গাছপ্রিয় মানুষদের নিয়ে এই গ্রুপের সূচনা। আগামীতে শহরজুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *