শম্ভুনাথ সেনঃ
অসহ্য গরম। ফের তাপপ্রবাহ শুরু হয়েছে লালমাটির জেলা বীরভূমে। প্রায় পক্ষকাল ধরে সকাল থেকে প্যাচপ্যাচে গরম। বাইরে রোদের তীব্রতায় নাজেহাল। দিন আনি দিন খাওয়া মানুষজনদের কষ্টের সীমা-পরিসীমা নেই। তীব্র গরমে ফুটিফাটা পুকুর। কূয়োতে জলের টান। শুকিয়ে গিয়েছে নদীর জলও। জেলার বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। জেলার ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব-কেন্দুলীতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। আর সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইডের পাতায়। আবার ক’দিন থেকে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং-এর দাপটও। চরম কষ্টে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ মানুষ। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রী সেলসিয়াস। আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখনো দু-তিন দিন আবহাওয়া পরিবর্তনের তেমন কিছু খবর নেই। বর্ষার আগমনও পিছিয়ে গেছে। এদিকে ৬০ নম্বর জাতীয় সড়কেও যান চলাচল কমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান! খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ একেবারেই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বাজারও হালকা, বিক্রা বাটা কম। অসহ্য গরমের জন্য দোকানগুলিতে ক্রেতাদের দেখা নেই। সবমিলিয়ে চরম অস্বস্তিকর এক পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে জেলার মানুষজন। এই দুর্বিষহ অবস্থার হাত থেকে বাঁচতে একমাত্র প্রকৃতির কাছে সমবেত প্রার্থনা,—-যথাশীঘ্র এক পশলা বৃষ্টি চাই!