আদিবাসী সংগঠনের ডাকে বীরভূমেও বন্ধ পালিত হল

শম্ভুনাথ সেনঃ

মহম্মদ বাজার এলাকার ছবি

কুড়মি সম্প্রদায়কে আদিবাসী স্বীকৃতি দিয়ে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তিকরণের দাবির প্রতিবাদে আজ সারা রাজ্যের সাথে বীরভূমেও ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালিত হয়। ২৪ টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ “ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন”-এর ডাকে ১২ ঘণ্টার এই বন্ধের ডাক। প্রধানত সাঁওতালি সামাজিক সংগঠন, ভারত জাকাত মাঝি পরগানা মহলের যুবকেরা বনধ কর্মসূচি সফল করতে রাস্তায় নেমেছেন। একইসঙ্গে অন্যান্য আদিবাসী সংগঠনগুলিও এই বনধে সামিল। বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বনধের ফলে বীরভূমের বুক চিরে যাওয়া ৬০ নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে দোকান বাজার বন্ধ থাকে। তবে রেল, অ্যাম্বুলেন্স, দমকল শববাহি গাড়ির মতো জরুরি পরিষেবা গুলিকে এই বনধের আওতার বাইরে রাখা হয়। সকাল ৬টা থেকে এই বন্ধ শুরু হয়ে চলে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ১২ ঘণ্টা বনধ জারি থাকবে বলে জানিয়েছেন মহাম্মদবাজারে বীরভূম আদিবাসী গাঁওতার এক সক্রিয় সদস্য শিবরাম হেমরম। ইলামবাজার ব্লকের ১৪ নম্বর রাজ্য সড়কেও এই অবরোধ কর্মসূচি জারি ছিল।

ইলামবাজার এলাকার ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *