
উত্তম মণ্ডলঃ
স্বেচ্ছাসেবী সংস্থা “রৌণক সেণ্টার ফর কালচারাল অ্যাণ্ড সোস্যাল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ”-এর উদ্যোগে বরানগর গীতা ফাউন্ডেশন পরিচালিত ক্যানসার চিকিৎসা কেন্দ্র এবং সিউড়ির এ.আই. ফাউন্ডেশন চক্ষু চিকিৎসা কেন্দ্রের সহযোগিতায় রাজনগর ডাকবাংলো নজরুল ভবনে আয়োজিত হয় এই দুই বিষয়ে চিকিৎসা শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আয়োজিত আজকের এই শিবিরে এলাকার মানুষ ভিড় করেন পরিষেবা পেতে। এ বিষয়ে আয়োজক রৌণক সংস্থার সম্পাদিকা রুণা লায়লা মজুমদার জানান, ক্যানসার বাড়ছে, চোখের রোগ বাড়ছে, এসব রোগ পঙ্গু করে দিচ্ছে মানুষের জীবনকে। এ অবস্থায় এই সব রোগে আক্রান্ত আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি থেকে মুক্ত করে সুস্থ সুন্দর জীবন গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই আয়োজন।
