কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে শঙ্করীপ্রসাদ বসু স্মারক বক্তৃতা প্রদান অনুষ্ঠান

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক-এর উদ্যোগে ১৬ জুন ২০২৩ শুক্রবার সন্ধ্যে ৬টায় অনুষ্ঠিত হলো “শঙ্করীপ্রসাদ বসু স্মারক বক্তৃতা”। একক বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং সাহিত্য অকাদেমির প্রাক্তন পূর্বাঞ্চলীয় সচিব ড. রামকুমার মুখোপাধ্যায়। “ভারতচন্দ্র ও রামপ্রসাদ : ভাঙা সময় দুই ভিন্ন ভাবের কবি” শীর্ষক আলোচনা সভার সূচনা করেন ইনস্টিটিউট অফ কালচার-এর সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ। তিনি শঙ্করীপ্রসাদ বসুর ব্যক্তিজীবন, শিক্ষা ও শিক্ষক জীবন, সামগ্রিক সাহিত্য চর্চা ও সৃষ্টি বিষয়ে অত্যন্ত মনোগ্রাহী বক্তব্য রাখেন। এরপর বক্তা রামকুমার মুখোপাধ্যায়, রাজবৃত্তের কবি ভারতচন্দ্র ও লোকবৃত্তের কবি রামপ্রসাদ-সমকালীন আর্থ-সামাজিক-রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষিত এবং অতুলনীয় দুই কবির কথকতা এত সুন্দর বাকভঙ্গিতে উপস্থাপন করলেন যা শুধু শ্রোতাদের মুগ্ধ করেনি, তাদের বৌদ্ধিক চিন্তাচর্চাকে নতুন ভাবে প্রণোদিত করেছে। মধ্যযুগের উপান্তের বহুচর্চিত এই সময় এবং দুই যুগন্ধর কবির জীবন ও সাহিত্য চর্চা পরবর্তী ভাঙা সময়েও কতদূর উপযোগী, তার অভিনব পাঠ বিশ্লেষণে এবং নতুন বীক্ষণে সমৃদ্ধ হয়েছেন শ্রোতারা। উল্লেখ্য শঙ্করীপ্রসাদ বসু রচিত “কবি ভারতচন্দ্র” গ্রন্থটি দীর্ঘকাল ধরে ভারতচন্দ্রচর্চার অন্যতম ফসল হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *