সেখ রিয়াজুদ্দিনঃ
সদ্য শেষ হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ থেকে ফলাফল। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বোমা বারুদ।ভোট পরবর্তীতে রাজনৈতিক অশান্তি অব্যহত।যদিও বিজয় মিছিলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তথাপি কোথাও কোথাও ছোটো আকারে অনুষ্ঠিত হচ্ছে। বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত রয়েছে ঝামেলার আশঙ্কা। এজন্য আদালতের ও নির্দেশ ভোট পরবর্তী দশদিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকার কথা।সেই হিসেবে রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহনীর রুটমাচ চলছে একেবারে পাড়া গ্রাম থেকে জনবহুল এলাকায় মধ্যে। সেরূপ আজ রবিবার বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া অঞ্চল সহ গ্রামীণ এলাকায় রাজ্য পুলিশ ও G/167 BATTLION সি আর পি এফ এর জওয়ানেরা সাধারন মানুষদের মধ্যে ভয় ভীতি দুরীকরণ ও ভোট পরবর্তী অশান্তি রুখতে রুট মার্চ করলেন। আজকের রুটমার্চের শিরোভাগে ছিলেন G/ 167 BATTLION এর ASSISTANT COMMANDER এল এল মিনা ও খয়রাশোল থানার এ এস আই তপন সরেন।