শম্ভুনাথ সেনঃ
১১ জুলাই দিনটি “বিশ্ব জনসংখ্যা দিবস” হিসেবে চিহ্নিত। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী দিনটি উদযাপিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ বিশেষ প্রোগ্রামের মাধ্যমে ১১-২৩ জুলাই জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে জনসংখ্যা। পরিবেশের উপর তার প্রভাব নিয়ে মানুষকে সতর্ক এবং সচেতন করতে আজ ১৯ জুলাই বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর সুস্বাস্থ্য কেন্দ্রে মায়েদেরকে নিয়ে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন স্বাস্থ্য কর্মীরা। পরিবার পরিকল্পনার গুরুত্ব, প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য, ২১ বছরের আগে “মা” না হওয়া, জন্ম নিয়ন্ত্রণে কপারটি, অন্তরা ইনজেকশন সম্পর্কে পরামর্শ,পরিবারের স্বার্থ সুরক্ষায় নানাবিধ আলোচনা মায়েদের কাছে তুলে ধরেন এ.এন.এম অঞ্জলি হালদার, কমিউনিটি হেলথ অফিসার লাকি সেন প্রমুখ স্বাস্থ্য কর্মীরা। পণ্ডিতপুর, মাজুরিয়া, হালসোত এমন সব গ্রামের মায়েদেরকে নিয়ে উপস্থিত ছিলেন আশাকর্মী কল্পনা পাল, মিঠু সাহা স্বর্ণকার, ঝর্ণা হেমরম, তুহিনা বিবি জবেদা বিবিরা।