বীরভূমের দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির

শম্ভুনাথ সেনঃ

ইদানিং কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি। সেইসঙ্গে রাসায়নিক সার প্রয়োগের ফলে উৎপাদন বেড়েছে। তবে জমিতে মাত্রাতিরিক্ত দানাজাতীয় রাসায়নিক সারের ব্যবহার এবং কীটনাশক দেওয়ার ফলে দূষিত হচ্ছে পরিবেশ। কৃষিতে কম খরচ এবং পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তরল সার প্রয়োগের ব্যবহার সম্পর্কে চাষীদের ধারণা দিতে ২০ জুলাই দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে একদিনের কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বেলসারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও ভারতমাতা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এবং ইফকো’র সহযোগিতায় জমিতে পরিবেশ বান্ধব রাসায়নিক সার এবং ওষুধ প্রয়োগ বিষয়ে চাষীদের অবগত করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার (ইফকো) ফিল্ড অফিসার তেজকুমার শর্মা, পার্থ ঘোষ, আশীষ মন্ডল প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বেলসারা চণ্ডীপুর সমবায় সমিতির চেয়ারম্যান রবিন ব্যানার্জি ও ভারতমাতা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি কাজল মন্ডল সহ অন্যান্য সদস্যরা। এদিন বেলসারা, পাঁচপুকুর, কুলেকুরি, মেজে, বনকাটি, চণ্ডীপুর, সল্লাপাহাড় এমন সব গ্রাম থেকে অন্তত ৮০ জন কৃষক এই প্রশিক্ষণ সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। পরিবেশ বান্ধব তরল সার ব্যবহার সম্পর্কে চাষীদের পরামর্শ দেন উদ্যোক্তারা। এই সার প্রয়োগে ক্ষতির হাত থেকে যেমন পরিবেশ বাঁচবে তেমনি কৃষি উৎপাদনে খরচ কমবে বলে তারা তথ্য সমৃদ্ধ অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *