শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের মূল গেটের সামনে ২৭ জুলাই একটি পোস্টারকে ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য শুরু হয়েছে। লাল কালিতে হাতে লেখা ওই পোস্টারে তুলে ধরা হয়েছে আবাস যোজনায় দুর্নীতির কথা। যেখানে লেখা হয়েছে আটটি বাড়ি নিল কে? কাকা-ভাইপো আবার কে! পৌরপিতা জবাব দেন। এই আটটি বাড়ির জন্য বরাদ্দ হয়েছে অন্তত ৩০ লক্ষ টাকা। এই পোস্টার সামনে আসতেই নতুন করে কাকা-ভাইপো নিয়ে দুবরাজপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কে সেই কাকা-ভাইপো? এখনো পর্যন্ত সে হদিস অবশ্য পাওয়া যায়নি। তবে বেলা বাড়তে এই পোস্টারটিকে খুলে নেওয়া হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ এই পোস্টরটিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন ক্ষোভবশত হয়তো কেউ এই পোস্টার দিয়েছে। পুরপিতা পীযূষ পান্ডের কাছে এই পোস্টার বিষয়ে জানতে চাইলে, কোনো মাতালের কাজ হবে বলে সাংবাদিকদের সামনে জানান। তবে এই পোস্টটার কে বা কারা লিখেছে সে বিষয়েও পর্যালোচনা করা হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।