দীপককুমার দাসঃ
প্রসার ভারতী ও আকাশবাণী কলকাতার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো জি-২০ইডু ফেষ্ট। এই উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বোলপুরের ইলোরা নাট্য সংস্থা “সবুজ পৃথিবী চাই” নাটক মঞ্চস্থ করে। মেদিনীপুরের সারেঙ্গার শিল্পীদের রণপা নৃত্য পরিবেশিত হয়। পরিবেশ সঠিক রাখতে কি কি করণীয় এই বিষয়ে বক্তব্য রাখেন বোলপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক ভূদেবানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। এরপর বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় কয়েকটি কবিতা পাঠ করে শ্রোতাদের মনোরঞ্জন করেন। ষড়ভূজ সংস্থা পরিবেশ বাঁচানোর বার্তা দিতে দুটি পুতুল নাটক পরিবেশন করে। পরিশেষে লক্ষণ দাস বাউল ও সম্প্রদায় বাউল গান পরিবেশন করেন। এদিন এই অনুষ্ঠান দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন।