থার্মোকলের তাজিয়ার কাজের মাধ্যমেই প্রয়াত থার্মকল শিল্পী প্রসাদ কাহারকে সম্মান জানাতে চান মহঃ ইব্রাহিম

দীপককুমার দাসঃ

জেলার অন্যতম থার্মোকল শিল্পী ছিলেন প্রসাদ কাহার। করোণা কেড়েছে সেই শিল্পীর প্রাণ। প্রতিবছর সিউড়ির রুটি পাড়ার তাজিয়া বানাতেন তিনি। অনেক তাজিয়ার ভিড়ে তার তৈরি তাজিয়ার অনবদ্য কাজ নজর কাড়তো সকলের।এবার প্রয়াত শিল্পীর কাজের ভার পড়েছে সিউড়ির আরেক তাজিয়া শিল্পী মহঃ ইব্রাহিম এর উপর। মহঃ ইব্রাহিম এবার পাঁচটি তাজিয়া তৈরি করেছেন। দেওঘর, দুমকার দুধানী, সাঁইথিয়া ও সিউড়ির দুটি পাড়ার জন্য তাজিয়া তৈরি করেছেন। তিনি বলেন, আগের থেকে তাজিয়ার মডেলে পরিবর্তন এসেছে। উচ্চতা কমেছে, বেড়েছে হাইলাইটস্ কালারের ব্যবহার। এবার সিউড়ির রুটি পাড়ার তাজিয়া প্রথম তৈরি করছেন মহঃ ইব্রাহিম। এতদিন বিখ্যাত শিল্পী প্রসাদ কাহার এই তাজিয়া তৈরি করতেন। তার শেষ তাজিয়ার কাজকে অনুকরণ করেই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে চান তিনি। শিল্পী বলেন, উনি যেভাবে তাজিয়ার কাজের থার্মোকলকে ব্লেড দিয়ে কাটিং করে দুলদুল ঘোড়া, মক্কা, মদিনা বানাতেন সেভাবেই করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *