শম্ভুনাথ সেনঃ
প.ব. AAINBALL ASSOCIATION এর উদ্যোগে Birbhum District Association এর সহযোগিতায় আজ বীরভূমের বোলপুর মহকুমার নাহিনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো AAINBALL DEMONSTRTION(প্রদর্শনী) ক্যাম্প। ছাত্র ছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনায় তাদের স্কুল অঙ্গনে এই খেলায় অংশগ্রহণ করে। এই প্রদর্শনী ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WB association এর সেক্রেটারি বিজয় কুমার সাউ, রাজ্য কোষাধ্যক্ষ অসীম কুমার মণ্ডল, সংস্থার বীরভূম জেলা সেক্রেটারি অমলকান্ত দাস প্রমুখ। এই খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে বীরভূম জেলার জেলা আইনবল সংস্থা বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এই খেলা প্রদর্শন করে আসছে বলে সেক্রেটারি জানিয়েছেন। আসলে আইনবল খেলাটি রঙের নজর আর দৃঢ়তা ও সঠিক বল পাস দেওয়া, ধরা ও বাস্কেট করার উপর জোর দেওয়া হয়। খেলার মাঠটির পরিমাপ থাকে 40/20 মিটার। সেন্টার লাইন 20 মিটার। এই সেন্টার লাইনের দুই দিকে 5 মিটার দূরে পাস লাইন থাকে। আবার ঐ পাস লাইন থেকে আরো 5 মিটার দুরে দুই দিকেই 4 টে রঙের 4 টে করে বৃত্ত থাকে। ঐ 4 টি বৃত্ততে 4 জন খেলোয়াড় দাঁড়ায়। তাদের জার্সি ও বৃত্তের রঙের সাথে এক হয়। সামনের 4 জনের ঠিক পেছনে আরো 4 জন খেলোয়াড় থাকে। তাই একটা দলে মোট ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এখন রঙগুলি হলো নীল, সবুজ, হলুদ ও লাল। একটি রঙের 2 জন করে খেলোয়াড় থাকে। প্রথম লাইন এ 4 জন। পিছনের লাইন এ 4 জন। 4 টে করে 4 রঙের বাস্কেট থাকে 2 দিকে 2 দলের পিছনে। রেফারি যে রঙের পতাকা তুলবে, প্রত্যেক দলের সামনের সারির সেই রঙের খেলোয়াড় বিপরীত দলের পিছনে রাখা সেই রঙের ই 🏀🎾🎾⚽বল তুলে নিয়ে নিজের দলের দিকে অগ্রসর হয় এবং পাস লাইন থেকে বল⚽🏀🎾 পাস দিতে হয়। সব সময় কোনাকুনি যেতে হয় কারণ যে খেলোয়াড় বল আনতে যাবে তাকে আবার বল পাস দিয়ে নিজের বৃত্ত তে ফিরে আসতে হবে। এখন যে বল আনলো সে কোণাকুণি বল পাস দিয়ে নিজের বৃত্ততে আসতে আসতে বাকি খেলোয়াড়রা সামনের সারিতে থাকা 3 জনের মধ্যে বল পাস দেবে ও তখন সেই খেলোয়াড় নিজের বৃত্ত এ এসে যায় আর 4 নম্বর পাস নেয়। তারপর সে ঠিক তার পিছনে থাকা খেলোয়াড় কে 5 নম্বরপাস দেবে। ঐ পিছনের খেলোয়াড় পিছনে ফিরে বাস্কেট করবে নিজের রঙের বাস্কেট এ। এবং বাস্কেট করার পর ঐ বল নিয়ে বিপরীত দলের পিছনে রাখা বল রাখার জায়গায় গিয়ে বল রেখে আসতে হবে। পয়েন্ট::: হাতে পাস 1 পয়েন্ট, পায় পাস 2 পয়েন্ট, মাথা দিয়ে পাস 3 পয়েন্ট, বাস্কেট করলে 3 পয়েন্ট, বল যে পৃথম নিয়ে গিয়ে রাখতে পারবে তার জন্য 3 পয়েন্ট। বল হাত থেকে পড়লে -1, বৃও বাইরে পা রাখলে -1। যে দল বেশি পয়েন্ট পাবে সেই দল জয়লাভ করবে। মোট 3 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারে একটি দল। রেফারি দুই অর্ধে (1নম্বর অর্ধে 16বার – 2 নম্বর অর্ধে 16 বার) পতাকা তুলবে। বর্তমানে এই খেলার খুব বেশি চল নেই। তবে সংস্থার উদ্যোগে এই খেলা জেলার বুকে আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে।