সন্তোষ পালঃ
ডেভোলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এ্যান্ড সার্ভিসের সেন্টার শীর্ষক সংস্থার উদ্যোগে আজ ২৪ আগষ্ট বীরভূমের দুবরাজপু্র ব্লকের সভা ঘরে ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্লক ওয়েলফেয়ার অফিসার আদর্শ চাকমা, ব্লকের শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা মানস দে, সংস্থার পক্ষে সুপ্রিয় ব্যানার্জী, জারিফ হোসেন খান, মিলি দত্ত ও অন্যান্য সদস্যরা। জলবায়ু পরিবর্তনের ফলে খরা, বন্যা, দূষণ দেখা দিচ্ছে। এব্যাপারে নানাভাবে কাজ করে চলেছে এই সংস্থা। দুবরাজপুর ব্লকের গোহিলিয়াড়া, লক্ষ্মীণারায়ণপুর, চিনপাই ও পারুলিয়া পঞ্চায়েতের সংস্থার সদস্যরা তাদের মতবাদ ব্যক্ত করেন। বিশেষ করে বর্তমানে খরার ফলে এই সময় কী ধরনের ফসল চাষ করা যায়, গবাদিপশু নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে তার থেকে রেহাই, বাড়িতে সুলভে শৌচাগার নির্মাণ ও তার ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সদস্যদের প্রশ্নের মুখোমুখি হয়ে সমস্যা সমাধানের উপায়ের কথা বলেন ব্লক আধিকারিকগণ।