১৯৫৯ সালের খাদ্য আন্দোলনে শহীদদের স্মরণ জেলা জুড়ে বামফ্রন্টের

সেখ রিয়াজুদ্দিনঃ

১৯৫৯ সালের সেই ঐতিহাসিক ৩১ আগস্ট খাদ্য আন্দোলনে লাখো গ্রামীণ মানুষের সম্পূর্ণ শান্তিপূর্ণ ভুখা মিছিলে বিনা প্ররোচনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের পুলিশ কলকাতার রাজপথে শুধুমাত্র লাঠি দিয়েই বর্বর ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিন রেহাই পায়নি মহিলা, শিশু, থেকে বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত। সেদিন শতাধিক নিরন্ন ক্ষুধার্ত মানুষকে হত্যা করা হয়। কংগ্রেসের বিধান রায়ের সরকার সেদিন মৃত্যুর সংখ্যা বলেছিলেন ৮০ জন। যদিও সেদিন সেই সংখ্যাটা অনেক বেশি ছিল। জখম হয় কয়েক হাজার এবং নিখোঁজ হয় অসংখ্য গ্রামীণ মানুষ বলে বামফ্রন্টের অভিযোগ। খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে তখন থেকেই প্রতি বছর ৩১ আগস্ট দিনটি শহীদদের স্মরণে পালন করা হয়। অনুরূপ আজ সিপিআইএম পার্টির পক্ষ থেকে জেলার রামপুরহাট, নলহাটি, বোলপুর সহ বিভিন্ন স্থানে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সেই সাথে বক্তব্যের মাধ্যমে সেদিনের খাদ্য আন্দোলনের শহীদদের কথা তুলে ধরেন। এদিন খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে সিপিআইএম রামপুরহাট এরিয়া কমিটির উদ্যোগে পাঁচমাথা মোড়ে পতাকা উত্তোলন ও শহীদবেদিতে মাল্যদান করা হয়। কর্মসূচিতে যোগ দেন সিপিআইএম রামপুরহাট এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিক, শাখার দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব আনাল হক, শাখা সম্পাদক গৌরাঙ্গ মন্ডল সহ শাখা সদস্য হিমাদ্রীশুভ্র ব্যানার্জ্জী, সৌগত রায়, মহঃ শরীফউদ্দিন, সমীরণ মন্ডল, মহঃ আলাউদ্দিন, কাঞ্চন দাস প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *