আর্ন্তজাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান জলি

দীপককুমার দাসঃ

আগামী ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়া পেসিফিক ইউনিভারশাল যোগা ফেডারেশন আয়োজিত আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন সিউড়ির জলি মন্ডল হাজরা। সেখানে ভারতীয় যোগা অ্যাথেলিট টিমের প্রতিনিধিত্ব করবেন। এর আগে কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় ৩১-৪০বছর বিভাগে ভালো ফল করে জাতীয় স্তরে যোগ্যতা অর্জন করেন সিউড়ির সম্বন্বয়পল্লীর বাসিন্দা জলি মন্ডল হাজরা। গত জুন মাসে ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেন এবং আন্তর্জাতিক যোগা অ্যাথেলিট প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পান। আগামী ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে তিনি নিজেকে প্রমাণ করতে তার যোগা প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে মগ্ন রেখেছেন। ২০১৮ সালের শেষের দিকে নিজের হাঁটুর ব্যাথা ও অতিরিক্ত ওজন কমানোর জন্য সিউড়ির যোগগুরু শুভজিৎ দাসের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। যোগার প্রতি আর্কষণ বাড়তে থাকে। অংশ নেন রাজ্যস্তরের প্রতিযোগিতায়। আর প্রথমবার অংশ নিয়েই আসে সাফল্য। তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি। পাশে পেয়েছেন তার স্বামী প্রভাত মন্ডল কেও। এক সন্তানের জননী জলি মন্ডল হাজরা জানান, রাজ্যস্তরে সাফল্যের পর জাতীয় প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান লাভ করি। থাইল্যান্ডের ব্যাঙ্ককে আন্তর্জাতিক যোগা অ্যাথেলিট প্রতিযোগিতায় আমি যেন বিজয়ী হতে পারি এই আর্শীবাদ প্রার্থনা করছি। তার যোগা প্রশিক্ষক শুভজিৎ দাস জানান, এই প্রথম এই জেলা থেকে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে। কঠোর পরিশ্রম, অনুশীলন আর যোগার প্রতি নিষ্ঠা জলিকে আরো সাফল্য এনে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *