
শম্ভুনাথ সেনঃ
খুব সম্প্রতি বীরভূমের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। গঠিত হয়েছে জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত ও ১৯ টি পঞ্চায়েত সমিতির বোর্ড। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে আসীন হয়েছেন এক নয়া মুখ ফায়েজুল হক ওরফে কাজল শেখ। আজ বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের স্থায়ী সমিতি গঠন করা হয়। মোট ১৭ জন সদস্যর মধ্যে বন ও ভূমি, নারী ও শিশু কল্যাণ, শিক্ষা এমন ৯ জন কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এ তথ্য জানিয়েছেন মুরারই এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা।