বীরভূমের দুবরাজপুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে সভাধিপতি ফাইজুল হক

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পৌরসভায় ৮ নং ওয়ার্ডে আজ সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধন করেন বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। আজ বিকেলে এই উদ্বোধনী স্থানীয় অনুষ্ঠানে বহু মানুষ দর্শক আসনে উপস্থিত ছিলেন।মঞ্চে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: হিমাদ্রি কুমার আড়ি। তাছাড়া জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা সহ বিশিষ্ট মানুষজন। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর উপ-পুরপ্রধান মির্জা সওকত আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন পুরপ্রধান পীযুষ পান্ডে। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এখান থেকে চিকিৎসা পরিষেবা ঔষুধ ও প্যাথলজিক্যাল সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি বাবু বক্তব্যে জানান। পুরপ্রধান জানান পৌরসভা এলাকায় মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের অনুমোদন মিলেছে। আজ ৮ নম্বর ওয়ার্ডের এই সুস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন হলো। ইতিমধ্যে দুই নম্বর ওয়ার্ডেও একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয়ে গেছে খুব শীঘ্রই উদ্বোধন হবে। আরো একটি নির্মাণ কাজ বাকি আছে। সভাধিপতি তাঁর বক্তব্যে ত্রিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ও সদস্যদের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *