সাহিত্য অকাদেমি ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ উদ্যোগে “বাংলা ভাষায় তুলনামূলক সাহিত্য চর্চা” বিষয়ে আলোচনা সভা

মেহের সেখঃ

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলঘরে সাহিত্য অকাদেমি ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ উদ্যোগে “বাংলা ভাষায় তুলনামূলক সাহিত্য চর্চা” বিষয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভা করা হয়। এই আলোচনা সভার শুরুতেই সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ স্বাগত ভাষণ প্রদান করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মৃণ্ময় প্রামাণিককে আলোচনা সভাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন। এরপর অধ্যাপক ড. মৃণ্ময় প্রামাণিক বাংলা ভাষায় তুলনামূলক সাহিত্য চর্চা বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ভাষণ প্রদানের পরে আলোচনা সভার সম্মানীয় অতিথি অধ্যাপক ড. অভীক মজুমদার ও অধ্যাপক ড. বারিদবরণ ঘোষকে তাঁদের সংক্ষিপ্ত ভাষণ প্রদানের জন্য অনুরোধ করেন। অধ্যাপক ড. অভীক মজুমদার ও অধ্যাপক ড. বারিদবরণ ঘোষ দুজনেই তাঁরা তাঁদের সংক্ষিপ্ত ভাষণ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে আগত গবেষক, অধ্যাপক/অধ্যাপিকা সহ উৎসাহী মানুষদের অনেক উৎকন্ঠা দূর করার চেষ্টা করেন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অভিষেক বসুর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে এবং প্রথম পর্বের আলোচনা সভা শুরু করা হয়। প্রথম পর্বের আলোচনা সভায় ”তুলনামূলক সাহিত্য : বাংলা, ভারত এবং বহির্বিশ্ব” বিষয়ে গবেষণা পত্র উপস্থাপন মধ্যে দিয়ে মনোজ্ঞ আলোচনা করেন অধ্যাপক বিপ্লব চক্রবর্তী, অধ্যাপক সুচরিতা চট্টোপাধ্যায় এবং অধ্যাপক সুমিত চক্রবর্তী। এরপর কিছুটা সময় বিরতির পর শুরু হয় আলোচনা সভার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে অধ্যাপক অমিত ভট্টাচার্য, ড. নীলাঞ্জনা ভট্টাচার্য, অধ্যাপক ড. তপতী মুখোপাধ্যায় এবং ড. ইপ্সিতা হালদার “বাংলায় তুলনামূলক সাহিত্য : কিছু গুরুত্বপূর্ণ কারণ” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন। সমগ্র আলোচনা সভাটি সুচারু রূপে সঞ্চালনা করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপান্বিতা মণ্ডল। এদিনের আলোচনা সভার বিষয়ে বলতে গিয়ে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের আঞ্চলিক সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ জানিয়েছেন বাংলা ভাষায় তুলনামূলক সাহিত্য চর্চার ব্যাপ্তি, গভীরতা এবং উজ্বল সম্ভাবনাময় দিক গুলো তুলে ধরার জন্যই মূলত এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *