দীপককুমার দাসঃ
৭ অক্টোবর সন্ধ্যায় সিউড়ির একটি নৃত্য দল ফিউশন গার্লসের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সিউড়ির রবীন্দ্র সদনে। প্রায় তিরিশ জন নৃত্য শিল্পীর সমবেত কত্থক নৃত্যের তাল-ছন্দের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। কত্থক নৃত্যের মাধ্যমে গনেশ বন্দনা, দুর্গা বন্দনার পর রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, আধুনিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফিউশন গার্লসের নৃত্য শিল্পীরা। দ্বিতীয় পর্বে নৃত্যের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় বিরজু মহারাজ, লতা মঙ্গেশকর, এস বালাসুব্রনিয়ম, কৃষ্ণকুমার কুনাথকে। তৃতীয় পর্বে বিহু, ভাঙরা, গড়বা ও নেপালী নৃত্য পরিবেশিত হয়। এই সংস্থার কর্ণধার তুহিনা দত্ত বিষ্ণুর নৃত্য পরিচালনায় মোট ত্রিশটি নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। তুহিনা দত্ত বিষ্ণু জানান, এই বার্ষিক অনুষ্ঠানের জন্য বিগত দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে শতাধিক নৃত্য শিল্পী অংশ নেয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ডঃ কল্যাণ ভট্টাচার্য, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা (দাস), নাট্যব্যাক্তিত্ব উজ্জ্বল হক, সরস্বতী শিশু মন্দিরের অধ্যক্ষ জিতেন্দ্রনাথ চ্যাটার্জ্জী ও সিউড়ি থানার ট্রাফিক ওসি সুমন প্রামাণিক। এদিন এই অনুষ্ঠান দেখতে নৃত্য অনুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজাতা সাহা (দাস) ও দীপককুমার দাস।