আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে সচেতনতা শিবির

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। গত ২০০৮ সাল থেকে ভারত সরকার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে এই দিনটি পালন করে আসছে। পালনের উদ্দেশ্য মেয়েদের এখনো পদে পদে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। শিশু কন্যাদের অধিকার ও তাদের লেখাপড়া শেখানো, স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারিভাবে। এই দিনটাকে সামনে রেখে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন হয় সচেতনতা শিবিরের মাধ্যমে। যেখানে তুলে ধরা হয় মূলত শিশু কন্যাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ দেওয়ার বিষয়ে। তাছাড়া এখনো কন্যা ভ্রুণ হত্যা, কোথাও পনের দাবিতে নির্যাতন, তো কখনো আবার গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন মেয়েরা। সেইরূপ ১১ অক্টোবর বুধবার একটা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সিউড়ি এক নম্বর ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। উল্লেখ্য অনুষ্ঠান শুরুর আগেই বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা বের হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা সাহা দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। এদিনের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *