দীপককুমার দাসঃ
মন্ডপের সামনে দরজা খোলা খাঁচা। আর খাঁচা থেকে বেরিয়ে এসে মুক্তির আনন্দে উড়ছে পাখি। মন্ডপের অন্দরে গেলেই সামনেই দেখা মিলবে বৃক্ষ রূপী প্রকৃতি মায়ের। তার দুই হাতে দুটি পাখি ওড়ার অপেক্ষায়। আর মন্ডপজুড়ে বাবুই পাখির বাসা, গাছের ডালে পাখির দল। খাঁচা মুক্তির জন্য পাখিদের ছটফটানি। এবারের এই পুজোর থিম ভাবনায় পুরন্দরপুরের তন্ময় মন্ডল। প্রতিমা নির্মাণ করেছেন জগু হাজরা। এবারের এই পুজোর বাজেট সাড়ে চার লাখ টাকা। ক্লাবের সম্পাদক সৈকত মজুমদার জানান, এ বছর আমাদের ৩২তম বর্ষ। গত বছর থেকে থিম পুজোর শুরু। এবারে সূর্যোদয় ক্লাবের থিম-মুক্তি। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে যে কোনো পাখিকে বাড়িতে বা খাঁচায় বন্দী করে রাখা যাবে না। সমস্ত পোষা পাখিকে মুক্ত করে দিতে হবে। প্রকৃতিতে ওদের ও বাঁচার অধিকার আছে। সেই রায়কে সম্মান জানিয়ে আমাদের এই থিম ভাবনা।