দীপককুমার দাসঃ
আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সঙ্গে ধাক্কার পরে তলিয়ে গেছিল বিশালাকার জাহাজ টাইটানিক। সলিল সমাধি হয়েছিল বহু মানুষের। সেই ডুবে থাকা টাইটানিককে এবারের মন্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। ৬এর পল্লীর মন্ডপটা তৈরি হয়েছে টাইটানিকের আদলে। আর মন্ডপের অন্দরে গেলেই দেখা যাবে জলের তলায় টাইটানিকের ধ্বংসাবশেষ। শ্যাওলা ধরা টাইটানিকের কিচেন রুম, বেড রুম, ড্রইং রুম, বাঁকানো সিঁড়ি দেখতে পাওয়া যাবে। থিম শিল্পী পুরন্দরপুরের তন্ময় মন্ডল। তিনি জানান, এবারের থিমে ডুবন্ত টাইটানিক জাহাজকে তুলে ধরা হয়েছে। এখন কি অবস্থায় জলের তলায় আছে সেই দৃশ্য মন্ডপের ভিতরে ঢুকলেই দেখা যাবে। দেড়মাস ধরে এই কাজ করা হয়েছে। আশাকরি এবারের থিম মানুষের নজর কাড়বে।