শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতীর একদল ছাত্রী মুখে ওড়না বেঁধে WORLD HERITAGE উপসনা গৃহের রাস্তায় আজ অবস্থান বিক্ষোভে বসে। তাদের অভিযোগ অধ্যাপকরা লাগাতার কুপ্রস্তাব দিয়ে আসছে। anthropology বিভাগ ও এডুকেশন ডিপারমেন্টদের ছাত্রীদের। বিশেষ করে স্কলার P.H.D ছাত্রীদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। ছাত্রীদের একাংশের বিশেষ করে দুই অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ছাত্রীরা। তাদের তরফে দাবী করা হয়েছে, দেশের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্ম সহ রাজ্যের রাজ্যপাল, জাতীয় মহিলা কমিশন এমনকি রাজ্য মহিলা কমিশন কে বিষয়টি তারা জানিয়েছেন। তারা আরও জানান এর আগে একবার অবস্থান বিক্ষোভ করার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ একটু হলেও নড়েচড়ে বসে। ১০ দিনের জন্য সময় নিয়েছিলেন ওই দুই অধ্যাপকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য। কিন্তু সময় পার হওয়ার পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো কিছুই পদক্ষেপ নেয়নি। ছাত্রীরা প্রকাশ্যে জানিয়েছেন “আমারা নিরপত্তা হীনতায় ভুগছি নিজেদের ক্যাম্পাসে”। অভিযুক্ত দুই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করলে আমরা আজ মাটিতে বসে অবস্থান করছি, কিন্তু পরবর্তীতে বৃহত্তর আন্দলোন গড়ে তুলবো বলে ছাত্রীদের অভিমত।