
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পারুলডাঙা গ্রামে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে পুজোর ছুটির প্রাক্কালে ছাত্র-ছাত্রীদের ঘরোয়া এক প্রাণবন্ত অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গন। প্রায় মাসখানেক বিদ্যালয়ে ছুটি অবকাশ। তাই আগেই আজ ১৭ অক্টোবর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলে মিলন উৎসবে বিভিন্ন গান, কথা, কবিতা ও নৃত্যের মাধ্যমে আগমনীর আরাধনা ও শারদ বন্দনায় মেতে ওঠে। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন প্রর্দশনী। যেখানে বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক চিত্র ও মডেল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে । সব শেষে ছাত্র-শিক্ষক এক সাথে মিলিত হয় মধ্যাহ্নকালীন পঙক্তি ভোজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক প্রণয় গাঙ্গুলী, বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির সদস্য মিহির রায়, পরিচালন সমিতির সদস্য ডঃ নীলকন্ঠ রায় সহ বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিত্বরা। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানিয়েছেন এই মিলন উৎসবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সম্পর্ক যেমন গভীর হয়, তেমনি স্কুলের প্রতি ছাত্র-ছাত্রীদের আকর্ষণ আরো বৃদ্ধি পায়।সৃজনশীল সৃষ্টির কারণে একদম কমে যায় স্কুলছুটের সম্ভাবনা।

