সেখ রিয়াজুদ্দিনঃ
ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে “যুদ্ধ নয়,শান্তি চাই”- বার্তা দিতে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করা হয় বীরভূমের নলহাটি শহরে। যুদ্ধ মানুষের উপকার করে না বরং ক্ষতিগ্রস্ত করে তোলে। যুদ্ধের জন্য প্রতিবন্ধীর সংখ্যা বাড়ে। আলোচনার প্রেক্ষিতে যুদ্ধের অবসান ঘটানো দরকার সেই বার্তা দিতেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে সম্প্রীতি রাখিবন্ধন উৎসব পালিত হয় বলে সংগঠন সূত্রে জানা যায়। উল্লেখ্য ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন প্রণয়নের বিরোধিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে জাতি ধর্ম নির্বিশেষে ঐতিহাসিক রাখি বন্ধন উৎসবের স্মরণে “সম্প্রীতির রাখি বন্ধন- ২০২৩” কর্মসূচি পালন করা হয়। এদিন নলহাটি শহরের গেদুয়া পাকুড়তলা মোড়ে একটি পথ সভারও আয়োজন করা হয়।প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা পথ চলতি মানুষজনের মধ্যে হাতে রাখি পরিয়ে দেয় এবং যুদ্ধ নয় শান্তি চায় ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা শেখ এবং জেলা সভাপতি নুরুল হক। এছাড়াও ছিলেন ২০১০ সালের আন্তর্জাতিক সাঁতারু সুপর্ণা মাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে সম্প্রীতির রাখি বন্ধন কর্মসূচিতে যুদ্ধ নয় শান্তি চাই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন সংগঠনের জেলা সম্পাদক বদরুদ্দোজা শেখ।