সনাতন সৌঃ
১৬ অক্টোবর, জয়দেবে মহালয়ার পূণ্যলগ্নে পূর্ব পুরুষদের শান্তি কামনার জন্য বহু পূণ্যার্থী সমুদ্র বা নদীতে তর্পণ করেন। মহালয়ার পূণ্যলগ্নে বীরভূমের জয়দেবে অজয় নদীর ঘাটেও বহু পূণ্যার্থী পূর্ব পুরুষদের স্মৃতি তর্পণ করতে এসেছিলেন। নদীতে তর্পণ করতে গিয়ে ২জন পূণ্যার্থী মারা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান যে, অজয় নদীতে স্নান করতে গিয়ে শ্রীধর চট্টোপাধ্যায় নামে এক পূণ্যার্থী দেখেন যে, এক মহিলা নদীতে ডুবে গেছেন। তাঁকে বাঁচাতে গিয়ে তিনি জীবনের ঝুকি নিয়ে নদীতে ঝাঁপ দেন। তিনিও জলে তলিয়ে যান। পরে মৃতদেহ দুটি ভেসে ওঠে। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং ওই দুজনের মৃতদেহ অজয় নদী থেকে উদ্ধার করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে যে,শ্রীধর চট্টোপাধ্যায় সিউড়ী থানার খটঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত কেন্দুলী গ্রামে শ্রী শ্রী চৈতন্য ভাগবত ভবণ সৎসঙ্গ আশ্রমের অন্যতম কর্মকর্তা ছিলেন। তিনি দুর্গাপুর থেকে জয়দেবে অজয় নদীতে তর্পণ করতে এসেছিলেন। মৃতা মহিলার কোনো পরিচয় জানা যায় নি। মৃতদেহ দুটি ময়না তদন্ত করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এক পূণ্যার্থী অভিযোগ করেন যে, নদীতে অবৈধভাবে অতিরিক্ত বালি তুলে নেওয়ার জন্যই গভীর খাদে পরিণত হয়েছে। এই গভীর খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন। তাদের আরো অভিযোগ, এবিষয়ে প্রশাসন কোনো সর্তকতা মূলক ব্যবস্থা নেয় নি।নদী এখন মরণ খাদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই দরকার বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন।