শম্ভুনাথ সেনঃ
ধনের অধিষ্ঠাত্রী দেবী মালক্ষ্মী। ২৮ অক্টোবর পূর্ণিমা তিথিতে সারা রাজ্যের সঙ্গে বীরভূমেও গ্রামে গ্রামে অনুষ্ঠিত হল কোজাগরী লক্ষ্মীপূজা। বহু গৃহস্থ বাড়িতে এদিন “সত্যনারায়ণ পূজা” অনুষ্ঠিত হয়। বীরভূমে সবচেয়ে প্রাচীন লক্ষ্মীপূজা হচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের “ঘোষগ্রামে”। অন্যদিকে এই ব্লকের দক্ষিণগ্রামে প.ব.সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রাপক গৃহবধূরা এবারও কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজন করে। এই নিয়ে তাদের তৃতীয় বর্ষের লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হল বলে জানিয়েছেন গ্রামের গৃহবধূ রিংকু দে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাওয়া তাদের জমানো টাকায় এই পুজো পরিচালিত হচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় “আমরা ক জন সংঘ” এর ক্লাব সদস্যরা। গত বছরের মত এবারও এই পূজার সমস্ত কার্য পরিচালনা করেন ঘরের মা ও মেয়েরা। মানসী নাগ, রিতা রুজ, শিখা দে, শম্পা নাগ এমন ২০ জন উপবাসী গৃহবধূরা সকাল থেকে এই পূজার আয়োজনে ব্যস্ত থাকেন।